Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

বগুড়া সদর উপজেলা বগুড়া জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলায় অনেক জ্ঞানী গুনী ব্যক্তি বসবাস করেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেয়ার ক্ষেত্রে বগুড়া সদর উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে এ লক্ষ্যে এই ওয়েব পোর্টালটি নির্মান করা হয়েছে। এ ওয়েব পোর্টালের মূল উদ্দেশ্য হলো তথ্য প্রাপ্তি ও উপজেলা প্রশাসনের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপজেলা প্রশাসন অন্যতম। এটি উপজেলা পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজসমূহ সম্পাদনের মূল কেন্দ্রবিন্দু। উপজেলা প্রশাসন উপজেলার জনগনের সাথে এবং সরকারের কেন্দ্রীয় অংশের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। তৃণমুল মানুষের জন্য উপজেলা প্রশাসন কার্যালয় সর্বোচ্চ প্রশাসনিক গুরুত্ব বহন করে। এ কারনে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সেবা গ্রহণের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন কার্যালয়ে আগমন করে থাকেন। এ ওয়েব পোর্টালের ফলে বগুড়া সদর উপজেলার জনগণ উপজেলা প্রশাসনের সকল সুবিধা ও তথ্যসমূহ ইলেকট্রনিক পদ্ধতিতে যেকোন স্থান হতে যে কোন সময় দ্রæততার সাথে গ্রহণ করতে পারবেন। এর ফলে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সকল কার্যালয়ে জনগনের উপস্থিতির প্রয়োজনীয়তা কমে আসবে এবং জনগণের হয়রানী কম হবে। ওয়েব পোর্টালটি আপডেট করা, সময়োপযোগী ও প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব। সমন্বিত উদ্দোগের মাধ্যমে এটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী করে আলোকিত বগুড়া সদর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

 

উপজেলা নির্বাহী অফিসার 
বগুড়া সদর, বগুড়া