Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

বগুড়া সদর,বগুড়া।

(sadar.bogra.gov.bd)

(সিটিজেন চার্টার)

 

১।       মিশনঃ

          দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব অফিস ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে কাঙ্খিত সেবা প্রদান।

 

২।       ভিশনঃ

          জনগনের দোরগোড়ায় প্রতিশ্রুত সেবা পৌঁছানো ও সু-শাসন নিশিতকরণ।

 

৩।      উদ্দেশ্যঃ

         (ক) জনগণ কোন কোন সেবা কখন, কিভাবে, কত সময়ের মধ্যে পাবে তা প্রকাশ করা।

         (খ) কোন সেবা প্রাপ্তিতে কত খরচ হবে এবং সেবা গ্রহণের জন্য কী কী তথ্য/কাগজপত্র প্রয়োজন হবে তার বিস্তারিত তথ্য প্রকাশ।

         (গ) সেবা গ্রহনের জন্য আবশ্যকীয় কাগজপত্র কোথায় পাওয়া যাবে এবং কত মূল্যে পাওয়া যাবে তা প্রকাশ করে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা।

         (ঘ) জনগণের জন্য সরকারি সেবা প্রাপ্তি সহজতর করা এবং সেবার মানোন্নয়ন করা।

         (ঙ) জনগণকে তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে অবহিত করা যাতে তারা সেসব অধিকার দাবী করতে পারেন।

         (চ) অফিসের কর্মচারিদের সামর্থ বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তাদের আচরণের উন্নয়ন এবং সৌজন্যতার সংস্কৃতির বিকাশ ঘটানো।

         (ছ) জনগণকে সঠিক সময়ে সঠিক সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনের চেষ্টা করা।

 

৪।      সেবা প্রদানের প্রতিশ্রুতিঃ

 

ক্রঃনং

সেবার নাম

প্রয়োজনীয় 

সময় (ঘন্টা/

দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

ফি/চার্জ

সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারী

উর্দ্ধতন কর্তৃপক্ষ

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

০১

হাট-বাজার ইজারা প্রদান

১লা মাঘ হতে ৩০ চৈত্র পর্যন্ত

১. পূরণকৃত টেন্ডার সিডিউল।

২. বিডি/পে-অর্ডার।

ডিসি/ইউএনও/

এসি (ল্যান্ড) অফিস/ ব্যাংক

নীতিমালা মোতাবেক

উপজেলা নির্বাহী অফিসার/ সিএ-কাম-ইউডিএ/

অফিস সুপার/

 

 

 

 

 

জেলা প্রশাসক,বগুড়া

ফোনঃ ০২৫৮৯৯০০০২০

dcbogra@mopa.gov.bd

০২

জলমহাল ইজারা প্রদান

(২০ একরের নিচে)

১লা মাঘ হতে ৩০ চৈত্র পর্যন্ত

১. নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ উপজেলা ভূমি অফিস/ ব্যাংক

নীতিমালা মোতাবেক

উপজেলা নির্বাহী অফিসার/ সিএ-কাম-ইউডিএ/

অফিস সুপার/

০৩

মুক্তিযোদ্ধা সম্মানীভাতা,প্রয়াত মুক্তিযোদ্ধাগণের দাফন কাফনসহ বিভিন্ন অনুদান বিতরণ

০৩ দিন

১. লিখিত আবেদন করতে হবে।

২. উপজেলা কমান্ডারের সুপারিশ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ উপজেলা সমাজসেবা অফিস

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার/ সিএ-কাম-ইউডিএ/

অফিস সুপার/

০৪

এনজিও কার্যক্রমের প্রত্যয়ণ প্রদান

০৭ দিন

১. লিখিত আবেদন করতে হবে।

২. এনজিও রেজিঃ সনদ।

৩. প্রকল্প অনুমোদন কপি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি

০৫

শিক্ষা প্রতিষ্ঠানের দুরত্ব সনদ প্রদান/বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন বিষয়ক কাজ

০৩ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি

০৬

সকল পাবলিক পরীক্ষা বাস্তবায়নে সহায়তা প্রদান

০৭ দিন

সরকারি নির্দেশনা অনুযায়ী

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি

০৭

বিএডিসি সেচ পাম্পের অনুমোদন

০৩ সপ্তাহ

লিখিত আবেদন করতে হবে।

বিএডিসি সেচ অফিস

প্রযোজ্য নয়

বিএডিসি সেচ অফিস

০৮

হজ্জ্ব/পূজা/বৃক্ষ রোপন/ মসজিদ/ মন্দির/স্কাউট/ খেলাধুলা/মেলা সংক্রান্ত

০৫ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি

০৯

বিবিধ অভিযোগের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ

০৭ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি

১০

বিভিন্ন সামাজিক/ধর্মীয়/ক্লাব প্রতিষ্ঠানে বরাদ্দ অর্থ বিতরণ

০৩ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি/পিআইও অফিস

১১

বিভিন্ন মন্ত্রণালয় হতে বিভিন্ন প্রতিষ্ঠান/ ব্যক্তির অনুকূলে বরাদ্দ বিতরণ

০৭ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি

১২

উপজেলা বিভিন্ন তথ্য সরবরাহ সংক্রান্ত

০৩ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সুপার/অফিস সহকারি

১৩

সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আইনি সহযোগিতা প্রদান

০৩ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার

১৪

সকল উন্নয়নমূলক কর্মকান্ডে দাপ্তরিক সহযোগিতা প্রদান

০৩ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার/পিআইও/ প্রকৌশলীর কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার/পিআইও/প্রকৌশলীর

১৫

জাতীয় দিবস সমূহ

সরকারি নির্দেশনা অনুযায়ী

-

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহি অফিসার/ অফিস সহকারি/অফিস সুপার

১৬

নির্বাচন ও ভোটার তালিকা সংক্রান্ত

সরকারি নির্দেশনা অনুযায়ী

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ উপজেলা নির্বাচন অফিস

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা নির্বাচন অফিসার

১৭

ইউনিয়ন পরিষদের সকল দাপ্তরিক কাজে সমন্বয়,তত্ত্বাবধান ও অভিযোগ নিষ্পত্তিকরণ

০৭ দিন

লিখিত আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার/অফিস সুপার

১৮

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানী ভাতা প্রদান

০৩ দিন

-

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার/অফিস সুপার

১৯

গ্রাম-পুলিশদের বেতন ভাতা প্রদান ও পোষাক বিতরণ

০৩ দিন

-

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার/অফিস সুপার

২০

সার্টিফিকেট মামলা সংক্রান্ত

০১-৩০ দিন

সরকার নির্দেশিত পরিপত্র মোতাবেক

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

জেনারেল সার্টিফিকেট অফিস/ সার্টিফিকেট সহকারি

২১

গুচ্ছগ্রাম/আবাসন/ভূমি ও খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত

সরকারি নির্দেশনা অনুযায়ী

সরকার নির্দেশিত পরিপত্র মোতাবেক

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার/অফিস সুপার

২২

গণশুনানী সংক্রান্ত

সপ্তাহে প্রতি বুধবার

আবেদন, সরাসরি অফিসে এসে অথবা

 ই-মেইল বা ফেসবুকের মাধ্যমে করা যেতে পারে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

প্রযোজ্য নয়

উপজেলা নির্বাহী অফিসার